অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর প্রথমবারের মতো সচিবালয়ে গেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। উপদেষ্টা পরিষদের বৈঠকে অংশ নিয়েছেন তিনি।
আজ বুধবার (২০ নভেম্বর) সকালে সচিবালয়ে ৬ নম্বর ভবনের ১৩ তলায় অবস্থিত মন্ত্রিপরিয়ষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে উপদেষ্টা পরিষদের এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ বেলা ১১ টা দিকে ড. ইউনূস সচিবালয়ে প্রবেশ করেন। বৈঠকে অন্যাঅন্য উপদেষ্টারাও রয়েছেন।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট যাত্রা শুরু হয় ড. ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। নতুন এই সরকার গঠন হওয়ার পর উপদেষ্টা পরিষদের বৈঠকে রাষ্ট্রিয় অতিথি ভবন যমুনা ও প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্টিত হয়েছে। আজ প্রথমবারের মতো সচিবালয়ে এ বৈঠক হচ্ছে।
জেপি/নি-২০/প