ছাত্র–জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে সাবেক প্রধানমন্ত্রীর নামে হত্যা মামলাসহ হয় বিভিন্ন মামলা। তবে সুযোগ পেলে শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে আইনি লড়াই করতে চান বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপরসন এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সুপ্রিম কোর্টে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
গণহারে মামলার সংখ্যা অতীতের যেকোনো সময়ের চেয়ে তুলনামুলকভাবে বেড়েছে বলে জানিয়ে জেড আই খান পান্না বলেন, সুযোগ হলে আমি শেখ হাসিনার পক্ষে দাঁড়াব।
পান্না বলেন, আমি সবসময় নিপীড়িতদের পক্ষে আছি। সে যেই হোক না কেন। যদি সুযোগ হয় আমি শেখ হাসিনার পক্ষে দাঁড়িয়ে লড়াই করব, সেটা ট্রাইব্যুনাল হোক আর অন্য যেকোনো জায়গায় হোক।
এসময় তিনি বলেন, আগে ছিল গণ গ্রেফতার, এখন হচ্ছে গণ মামলা। তো গণ মামলা হলে পরে গণ গ্রেফতারও হবে। এটার ভিক্টিম একসময় আমিও ছিলাম। তবে এবার অকল্পনীয়ভাবে গণ মামলা হচ্ছে। এমন এর আগে কখনো হয়নি।
জেপি/নি-২১/প