আব্দুল্লাহ আল আমিন, রংপুর:
‘শিক্ষার জন্য এসো-সেবার জন্য বেরিয়ে যাও’ শ্লোগানকে সামনে রেখে রংপুর স্নেহা নার্সিং কলেজের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াফারি ২০২০-২১ সেশনের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৪ প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুরের অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্নেহা নার্সিং কলেজের চেয়ারম্যান মনোয়ারুল কাদির মাসুম।
এছাড়াও আমন্ত্রিত অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর জেলা শাখার উপ-পরিচালক বিপ্লব কুমার। অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ মাজেদা খাতুন এর সভাপতিত্বে ও প্রভাষক সুবর্ণা পারভীনের সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক তানভীনা হক, প্রভাষক ডা. গোলাম রব্বানী, প্রশাসনিক কর্মকর্তা মানিক চন্দ্র সাহা, প্রধান হিসাব কর্মকর্তা শিমুল ইসলাম, অভিভাবক প্রতিনিধি মিজানুর রহমান শাহিন, নাজমা আক্তার প্রমুখ।
পবিত্র কোরআন পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে আলোচনা সভা, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াফারি ২০২০-২১ সেশনের বিদায়ী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ও ক্রেস্ট প্রদান এবং তিন ব্যাচের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৪ এর ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম হওয়া শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়, শিক্ষার্থীদের অভিব্যক্তি প্রদান শেষে দোয়া মাহফিলের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এ সময় কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জেপি/নি-২১/এমএইচ