শীত আসতে না আসতেই ঠোঁট ফাটাও শুরু হয়ে যায়। তবে শুধু কি আবহাওয়ার কারণেই ঠোঁট ফাটে? ঠোঁট ফাটার পেছনে বেশ কিছু কারণ থাকে।

অনেকে শুরু শীতে নয় সারা বছরই ঠোঁট ফাটার সমস্যায় ভোগেন। আপনার কিছু বদ অভ্যাসের কারণে এ ধরনের সমস্যায় ভুগতে পারেন।

আজ চলুন জেনে নেওয়া যাক যেসব বদ অভ্যাসের কারণে ঠোঁট ফাটে।

অনেকে দাঁত দিয়ে ঠোঁটের চামড়া ওঠান। আবার কারও বদভ্যাস হাত দিয়েই ঠোঁটের চামড়া ছিড়ে ফেলা। এই অভ্যাস থাকলে ঠোঁট ফাটার সমস্যা বাড়বে। শীতের দিনে যেহেতু ঠোঁটের ত্বক রুক্ষ শুষ্ক হয়ে যায় তাই উপর থেকে পাতলা চামড়া আলগা হয়ে উঠে আসে। দাঁত দিয়ে হোক বা হাত ভুলেও ঠোঁটের চামড়া তুলবেন না।

অনেকে একটু নার্ভাম হলেই দাঁত দিয়ে ঠোঁট কামড়ান। কারও আবার জিহ্বা দিয়ে ঠোঁট চেটে নেওয়ার মতো অভ্যাস থাকে এই ধরনের অভ্যাসের কারণেও ঠোঁট ফাটতে পারে।

জেপি/নি-২১/প