জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় ক্যাম্পাসে অভ্যন্তরে শিক্ষার্থী আফসানা রাচির মৃত্যুর ঘটনা ঘটেছে। এতে দিনব্যাপী ‘জাহাঙ্গীরনগর ব্লকেড’ কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের ৫৩তম ব্যাচের শিক্ষার্থীরা। এ ঘটনায় পুটি রেজিস্ট্রার সহ চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) সকাল সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে সেখানে অবস্তান কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
‘জাহাঙ্গীরনগর ব্লকেড’ কর্মসূচিতে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে ‘ আমার বোন মরলো কেন, প্রশাসন জবাব দে, আমরা সবাই রাচির ভাই,রাচি হত্যার বিচার চাই,’ আমার বোন কবরে , খুনি কেন বাইরে?। এই প্রকার নানা ধরণের স্লোগন দিতে তারা বিক্ষোভ করে। এতে করে বিশ্ববিদ্যালয়ের ফটকগুলো দিয়ে সকল প্রকার জান চলাচল বন্ধ হয়ে যায়।
আফসানা রাচির নিহতের ঘটনায় বিশ্ববিদ্যায়টির ডেপুটি রেজিস্ট্রার সহ চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় একদিনের জন্য বিশ্ববিদ্যাললে ক্লাস-পরিক্ষা বন্ধের সিদ্ধন্ত নেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছন।
সাময়িক বরখাস্তারা হলেন- বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার আবদুর রহমান বাবুল, নিরাপত্তা কর্মকর্তা রাসেন মিয়া, সহকারী সুপারভাইজার আব্দুস সালাম ও ডিউটি গার্ড মনসুর রহমান প্রামাণিক।
এর আগে, বুধবার বিশ্ববিদ্যালয়ের শোক দিবস ঘোষণা করে সব ক্লাস-পরীক্ষা স্থগিত করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জেপি/নি-২০/প