নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব এ এম এম নাসির উদ্দীন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে সাবেক অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আবদুল রহমানেল মাসুদ, সাবেক যুগ্মসচিব তহমিদা আহ্‌মদ ও বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

নতুন নিয়োগপ্রাপ্ত সিইসি এ এম এম নাসির উদ্দীন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ছিলেন। ২০০৯ সালের জানুয়ারিতে তিনি অবসরে যান। নির্বাচন কমিশন পুনর্গঠনে সিইসি পদে বিএনপি’র প্রস্তাবকৃত দু’জনের মধ্যে তিনি একজন।

এর আগে, গত ২৯ অক্টোবর ইসি পুনর্গঠনের লক্ষ্যে আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়। যাচাই-বাছাই শেষে বুধবার ১০ জনের একটি তালিকা রাষ্ট্রপতির কাছে পাঠায় ওই কমিটি। তাদের মধ্য থেকেই একজনকে সিইসি এবং চারজনকে ইসি নিয়োগ দেওয়া হয়েছে।

জেপি/নি-২১/এমএইচ