আপডেট : 20, November 2024 12:57
প্রথমবারের মতো সচিবালয়ে প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর প্রথমবারের মতো সচিবালয়ে গেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। উপদেষ্টা পরিষদের বৈঠকে অংশ নিয়েছেন তিনি।
আজ বুধবার (২০ নভেম্বর) সকালে সচিবালয়ে ৬ নম্বর ভবনের ১৩ তলায় অবস্থিত মন্ত্রিপরিয়ষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে উপদেষ্টা পরিষদের এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ বেলা ১১ টা দিকে ড. ইউনূস সচিবালয়ে প্রবেশ করেন। বৈঠকে অন্যাঅন্য উপদেষ্টারাও রয়েছেন।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট যাত্রা শুরু হয় ড. ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। নতুন এই সরকার গঠন হওয়ার পর উপদেষ্টা পরিষদের বৈঠকে রাষ্ট্রিয় অতিথি ভবন যমুনা ও প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্টিত হয়েছে। আজ প্রথমবারের মতো সচিবালয়ে এ বৈঠক হচ্ছে।
জেপি/নি-২০/প