আমাদের প্রত্যেকের জীবনের সাথে বন্ধু শব্দটি ওতপ্রোতভাবে জড়িত। বন্ধুত্ব এমন একটি সম্পর্ক যার সাথে থাকলে, কথা বলেল মানসিক শান্তি পাওয়া যায়। ভালো বন্ধুরা যেমন জীবনে সুফল বয়ে আনে তেমনি খারাপ বন্ধু ডেকে আনে বিপর্যয়। এর জন্য আমদের বন্ধু বাছাইয়ের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

বিশেষজ্ঞদের মতো কয়েক ধরণের বন্ধু থেকে আমাদের দূরে থাকা উচিত।

চলুন জেনে নেই যে ধরনের বন্ধু থেকে আমাদের ‍দূরে থাকতে হবে:

যে বন্ধুর সাথে আপনি কেবল সম্পর্ক টিকিয়ে রাখতে চান, অন্যদিকে সেই বন্ধুর সম্পর্ক টিকিয়ে রাখেতে তেমন কোন অগ্রহ নেই এ ধরণের একতরফা বন্ধুর থেকে দুরে থাকুন।

আপনার যদি এমন কোন বন্ধু থাকে যে আপনাকে কথায় কথায় উপহাস করে, বিভিন্ন জায়গায় অপমান করে এমন বন্ধু এড়িয়ে চলুন।

এমন কিছু বন্ধু যে বা যারা সব সময় অপনাকে প্রতিদ্বন্দ্বী মনে করে এমন বন্ধুকে এড়িয়ে চলুন।

এমন অনেক বন্ধু আছে যারা শুধু ভালো সময় আমাদের পাশে থাকে। বিপদে-আপদে পাশে পাওয়া যায় না, এমন বন্ধুদেরে এড়িয়ে চলুন।

জেপি/নি-২৩/প্লাবন