নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ঝাউচর এলাকায় মেঘনা গ্রুপের একটি টিস্যু ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার ১৮ নভেম্বর ভোরে উপজেলার পিরোজপুর ইউনিয়নে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ টি ইউনিট কাজ করছে।
জানা গেছে, সকালে ফ্রেশ টিস্যু পেপার গোডাউন থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে সোনারগাঁও, গজারিয়া, গজারিয়া স্টেশন বন্দর, কাচপুর ও সিদ্দিক বাজার স্টেশনের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ফখরুদ্দিন জানান, সকাল সোয়া পাঁচটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পাঁচটার মধ্যে তারা পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
তিনি আরো জানান, সকাল ৯ টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
জেপি/নি-১৮/প