ইরাকের রাজধানী বাগদাদে ৭ বছর আগে হওয়া ভয়াবহ বোমা হামলার ঘটনায়  অভিযুক্ত তিন জনের ফাঁসি কার্যকর করা হয়েছে। ২০১৬ সালের সেই ঘটনায় ৩২০ জনের বেশি মানুষ নিহত হয়েছিলেন।

সোমবার (২৮ আগস্ট) ইরাকের প্রধানমন্ত্রী কার্যালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। খবর-এএফপি ও বিবিসির।

কিন্তু প্রধানমন্ত্রী কার্যালয়ের সেই বিবৃতিতে যাদের ফাঁসি কার্যকর করা হয়েছে তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি। রোববার রাতে তাদের ফাঁসি কার্যকর করা হয়েছে বলে জানানো হয়েছে।

৭ বছর আগে ২০১৬ সালে ইরাকের রাজধানী বাগদাদের কাররাদা শপিং এলাকায় হঠাৎ করেই ট্রাকে থাকা ভয়াবহ বোমার বিস্ফোরণ ঘটে। আই এস (ইসলামিক স্টেট) এই হামলার দায় শিকার করেছিল।

জেপি/নি-২৯/প্লাবন