ইউক্রেনের রাজধানী কিয়েভে নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। রাশিয়া সেখানে হামলা চালাতে পারে বলে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পরই এমন পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে মার্কিন দূতাবাস বলেছে, কিয়েভে ব্যাপক বিমান হামলার আশঙ্কা রয়েছে। এ কারণে ‘অতিরিক্ত সতর্কতাবশত’ দূতাবাস সাময়িকভাবে বন্ধ করা হচ্ছে। দূতাবাসের কর্মীদের নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।

একইসাথে ইউক্রেনে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য প্রস্তুত থাকারও নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, সম্প্রতি রাশিয়ার অভ্যন্তরে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে ইউক্রেন। বাইডেনের অনুমোদনের পর দ্রুত সময়ের মধ্যে ওই হামলা চালানো হয়।

এর জবাবে হুঁশিয়ারি দিয়ে রাশিয়া বলছে, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের ব্যবহার যুদ্ধের নতুন ধাপ। এই হামলার জবাব যথাযথভাবে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা। এই ঘটনার পরেই কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাস বন্ধের সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র।

জেপি/নি-২০/এমএইচ