মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতোমদ্যেই তিনি তার নতুন প্রশাসনের জন্য পছন্দের ব্যক্তিদের নির্বাচন করা শুরু করেছে। যার মধ্যে আছেন মার্কিন ধন কুবের ইলন মাস্ক। এরই ধারাবাহিকতায় এবার ‘টিকাবিরোধী ও চিকিৎসাশাস্ত্রের ষড়যন্ত্রের’ তাত্ত্বিক হিসেবে পরিচিত রবার্ট এফ কেনেডি জুনিয়রকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে যুক্ত করা হলো ।

কেনেডিকে ট্রাম্পের মন্ত্রিপরিষদে যুক্তরা করার ফলে এমন আরেকটি নতুন মুখ যুক্ত হলো, যাকে নিয়ে তৈরি হতে পারে বিতর্ক।

মূলত কেনেডি শিশুদের টিকা দেওয়ার বিরোধিতা করেন। তার মতে, টিকার কারণে শিশুরা প্রতিবন্ধী হয়ে থাকে। তবে এর সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি তিনি। এছাড়া কোভিড-১৯ চলাকালে করোনার টিকাকে প্রাণঘাতি বলেছিলেন তিনি।

গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ঘোষণায় ট্রাম্প বলেন, কেনেডির নাম ঘোষণা করতে পেরে ‘পুলকিত’ বোধ করছেন।

জেপি/নি-১৫/প