মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যদি ইউক্রেন হামলা চালায় তাহলে তৃতীয় বিশ্ব যুদ্ধ শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, তাদের ভূখণ্ডের গভীর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সিদ্ধান্ত অর্থ হলো উত্তেজনা নতুন করে বাড়ানোর পাঁয়তারা করা।
রুশ ভূখণ্ডের গভীরে আঘাত হানার জন্য ইউক্রেনকে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন বিদায়ি বাইডেন প্রশাসন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এমন খবরে চটেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। ডেমোক্র্যাটরাও এর তীব্র সমালোচনা করছেন।
ট্রাম্প জুনিয়র এক্স হ্যান্ডেলে লিখেছেন মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স মনে হয় এটা নিশ্চিত করতে চায় যে আমার বাবা শান্তি প্রতিষ্ঠা ও জীবন বাঁচানোর সুযোগ পাওয়ার আগেই তারা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করবে। তিনি বাইডেনের সিদ্ধান্ত নিয়ে অকথ্য ভাষায় কিছু কথাও লিখেছেন।
এদিকে, ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, বাইডেন প্রশাসন আসলেই যদি এ ধরনের সিদ্ধান্ত নেয় ও কিয়েভকে আসলেই এমন সুযোগ দেওয়া হয় তাহলে তা অবশ্যই নতুন করে উত্তেজনা বৃদ্ধির নীলনকশা ছাড়া কিছুই না। এমন সিদ্ধান্ত প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র সরাসরি এই যুদ্ধে জড়িত ছিল।
জেপি/নি-১৯/প