চাঁদের মাটিতে ভেঙ্গে পড়েছে রাশিয়ার লুনা ২৫। অন্যদিকে আশা জাগিয়ে ঠিক কক্ষপথেই আছে ভারতের চন্দ্রযান-৩।

বুধবার চাদের দক্ষিণ মেরুতে নামবে এই মহাকাশযানটি। খবর-ডয়েচে ভেলের।

জানা গেছে, ভারতের চন্দ্রযান-৩ চাঁদের শেষ কক্ষপথে ঢুকে পড়েছে।  ইসরো জানিয়েছে, ল্যান্ডার বিক্রম একেবারে পরিকল্পনামাফিক কাজ করছে। বিক্রম এখন চাঁদের শেষ কক্ষপথে আছে। অন্যদিকে চন্দ্রযান-৩ সফল করা ভারতের কাছে কঠিন পরীক্ষা। কারণ ভারতের চন্দ্রযান-২ রাশিয়ার লুনা ২৫-এর মতো একই রকমভাবে ভেঙ্গে পড়েছিল। গতবারের ভুল থেকে  শিক্ষা নিয়ে  তারা এবার চন্দ্রযান-৩ নিয়ে বেশ কয়েকটি ব্যবস্থা গ্রহণ করেছে তারা।

চাঁদে অবতরণ লাইভ দেখা যাবে ইসরোর ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে।

অন্যদিকে লুনা ২৫ ভারতীয় চন্দ্রযান-৩ এর সাথে প্রতিযোগিতায় নেমেছিল রাশিয়ার এই মহাকাশযানটি।  চাঁদের শেষ কক্ষপথে যেতে আর মাত্র একটি ধাপ বাকি ছিল লুনা ২৫-এর। কিন্তু তার আগেই রাশিয়ার মহাকাশসংস্থার সাথে  মহাকাশযানটির সব রকম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। জানা গেছে, লুনা ২৫ চাঁদের মাটিতে ভেঙ্গে পড়েছে।  ১৯৭৬ সালে রাশিয়ার নুলা ২৪ সফল ভাবে চাঁদে নামতে কোন ভুল করেনি। কিন্তু এত বছর পরে চাঁদে নামতে সাফল্য পেল না লুনা ২৫।

জেপি/নি-২১/প্লাবন