দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউনে ট্যাক্সি ধর্মঘটকে কেন্দ্র করে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এই বিক্ষোভে সহিংসতায় মৃত্যু হয়েছে ৫ জনের। খবর-বিবিসির।
প্রতিবেদনে বলা হয়, ট্যাক্সি চালক ও মালিকরা আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের বিরুদ্ধে সপ্তাহ ব্যাপি এই ধর্মঘটের ডাক দিয়েছিল। কারণ রাস্তায় চলাচলের উপযুক্ত নয় বলে সরকার তাদের ট্যাক্সিগুলো আটক করেছে বলে দাবি তাদের। ট্যাক্সি চালক ও মালিকরা জানিয়েছে ছোট খোটো অপরাধের জের ধরে তাদের টার্গেট করা হচ্ছে।
দক্ষিণ আফ্রিকার পুলিশ মন্ত্রাণালয় জানিয়েছে, গত ৩ আগস্ট শুরু হওয়া এই ধর্মধটে এখন পর্যন্ত ১২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিক্ষোভে একজন পুলিশ সদস্যও নিহত হয়েছেন। পুলিশমন্ত্রী ভেকি বলেছেন, ৪০ বছর বয়সী এক ব্রিটিশ নাগরিকও গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
জেপি/নি-৯/প্লাবন