ঝড় ও শিলাবৃষ্টিতে লন্ডভন্ড হয়ে গেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চল। বিদ্যূৎহীন হয়ে পড়েছে প্রায় ২ লাখ ঘরবাড়ি ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। ইতোমধ্যেই ওয়াশিংটনের সব সরকারী অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। এরই সাথে বাতিল করে দেওয়া হয়েছে কয়েক হাজার ফ্লাইটও। খবর রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়েছে,ক্ষয়-ক্ষতির বেশি শিকার হয়েছে মেরিল্যান্ড ও ভার্জিনিয়া অঞ্চল। দক্ষিণ ও মধ্য আটলান্টিক রাজ্যগুলোর প্রায় ৮ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছিলো। এ ঝড়ে এখন পর্যন্ত দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুজনের মধ্যে একজন ১৫ বছরের শিশুও আছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, ২ কোটি ৯৫ লাখেরও বেশি মানুষ ঝড়ের ঝুঁকিতে ছিলেন।
ঝড়ের কারণে ২৬০০-এর বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিলম্বিত আছে আরো ৭৭০০ ফ্লাইট। খারাপ আবহাওয়ার জন্য ওয়াশিংটনের সরকারি অফিস, জাদুঘর ও চিড়িয়াখানা সহ অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।
জেপি/নি-৮/প্লাবন