নাইজারে সামরিক অভ্যুত্থানের পর একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা জান্তা বাহিনীর নেতাদের সাথে মুখোমুখি আলোচনা করেছেন। খবর- বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ভারপ্রাপ্ত ডেপুটি সেক্রেটারি অব স্টেট ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, অত্যন্ত খোলামেলা ও বেশ কঠিন আলোচনা হয়েছে। আমেরিকা বলছে এখনো কুটনৈতিক ভাবে নাইজারের বিষয় শেষ করা সম্ভব । তারা ক্ষমতাচ্যুত প্রসিডেন্টের প্রতি পুর্ণ সমর্থনের ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার পর নাইজারকে সহায়তা প্রদান করা বন্ধ করে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ওয়াশিংটন থেকে আরও বলা হয়েছে, ক্ষমতাচ্যুত প্রসিডেন্ট মোহামেদ বাজেম পুনর্বহাল হতে পারেন।

জান্তা বাহিনী সামরিক হস্তক্ষেপের আশঙ্কায় ইতোমধ্যে আকাশপথ বন্ধ করে দিয়েছে। নাইজারে এই সামরিক সংকট নিয়ে বৃহস্পতিবার বৈঠকে বসবে পশ্চিম আফ্রিকার দেশ গুলো।

অন্যদিকে ওয়াগনারের সহযোগিতা চেয়েছে নাইজারের জান্তা বাহিনী। সরিফু মোদি নামে সামরিক জান্তার একজন নেতা মালি সফরে গিয়ে এই সহযোগিতা চান।

জেপি/নি-৮/প্লাবন