চীনের ইফুন ডোকসুরির প্রভাবে সৃষ্ট বন্যায় শুলান শহরে ১৪ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়া গত সপ্তাহে ভয়াবহ বন্যায় আরও ২০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। খবর রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়, দুই সপ্তাহ আগে দক্ষিণ ফুজিয়ান প্রদেশে আঘাত হানার পর উত্তর ও পূর্ব চীনেও বন্যা দেখা দেয়। আর এই বন্যার ফলে শুলান শহরে নতুন করে ১৪ জন প্রাণ হারায়। নিহতের মধ্যে একজন ভাইস মেয়র ও তিন জন সরকারি কর্মকতাও রয়েছেন।
তবে এখন বন্যার পানি কমে এসেছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে প্রচেষ্টা শুরু করেছে কর্তৃপক্ষ। ১৪৩৫০টি বাড়িতে বিদ্যুত সংযোগ পুনরায় চালু করা হয়েছে।
জেপি/নি-৭/প্লাবন