প্রেসিডেন্টকে মুক্তি না দেওয়া ও ক্ষমতা ছেড়ে না দেওয়াতে প্রতিবেশীদের হুমকির মুখে পড়েছে নাইজারের ক্ষমতা দখলকারী সামরিক জান্তা। তাই ক্ষমতা টিকিয়ে রাখতে সামরিক শাসকরা রাশিয়ার ভারাটে যোদ্ধা সরবরাহকারী গ্রুপ ওয়াগনারের সহযোগিতা চেয়েছে। খবর আল-জাজিরার।
সুলিফু মোদি নামে অভ্যুন্থানের একজন জেনারেল প্রতিবেশী দেশ মালি সফরে্ গিয়ে ওয়াগনারের সহযোগিতা চান। গত ২৬ জুলাই প্রেসিডেন্টকে হটিয়ে ক্ষমতা দখল করে অভ্যুন্থানে নেতৃত্ব দানকারী প্রেসিডেনশিয়াল গার্ডের প্রধান আবদোরাহমানের চিয়ানি।
পশ্চিম আফ্রিকান নেতারা নাইজারে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পরপরই সামরিক শাসকরা ওয়াগনারের সহযোগিতা চাইলো।
উল্লেখ্য, মালি সহ বিভিন্ন দেশে ওয়াগনার বাহিনী তাদের কার্যক্রম শুরু করেছে।
জেপি/নি-৬/প্লাবন