চীনের কাছে গুরুত্বপূর্ন তথ্য সরবরাহ , দুই মার্কিন নৌ সদস্য গ্রেফতার

যুক্তরাষ্ট্রের দুই নৌবাহিনীর সদস্যকে গ্রেফতার করা হয়েছে। চীনের কাছে জাতীয় গুরুত্বপূর্ন তথ্য সরবরাহ করারা অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্ররে কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা যায়, পেটি অফিসার ওয়েনহেং ঝাওয়ের বিরুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর সংবেদনশীল ছবি ও ভিডিও চীনের কাছে পাঠানোর অভিযোগ আনা হয়। ও অন্যজন জিনচাও ওয়েই তার বিরুদ্ধে হাজার হাজার ডলারের বিবিময়ে চীনের কাছে দেশের প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ন তথ্য সরবরাহ করারা অভিযোগ উঠেছে।

তাদের এমন কর্মকান্ডের কারণে গুরুত্বপূর্ন তথ্য ও সংবেদনশীল ছবি-ভিডিও চীনের হাতে চলে গেছে বলে জানিয়েছে কর্মকর্তারা। তারা আরও বলেন, মার্কিন সামরিক মহড়ার পরিকল্পনা , মার্কিন নৌ সুবিধার বিস্তারিত তথ্য পাঠানোর অভিযোগ উঠেছে ঝাওয়ে বিরুদ্ধে। ওয়েই-এর বিরুদ্ধে একটি উভচর হামলাকারী জাহাজ, কয়েক ডজন প্রযুক্তিগত ম্যানুয়ালসহ মার্কিন বিভিন্ন যুদ্ধ জাহাজ সম্পর্কে চীনের কাছে তথ্য প্রকাশ করার অভিযোগ পাওয়া গেছে। এ সব অভিযোগে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে।

জেপি/নি-৪/প্লাবন