ব্রাজিলের তিনটি রাজ্যে পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪৫ জন নিহত হয়েছেন।
বুধবার (৩ আগস্ট) রিও ডি জেনেইরোর মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে পুলিশ।
এর আগে, চলতি সপ্তাহে সাও পাওলোতে পুলিশের পাঁচ দিন ব্যাপী অভিযানে ১৬ জন নিহত হয়। এছাড়া দক্ষিণপূর্বাঞ্চলের বাহিয়া রাজ্যে অভিযানে নিহত হয়েছে ১৯ জন।
রিও ডি জেনেইরোর অভিযানের ব্যাপারে পুলিশ জানায়, অভিযানে যাওয়ার পর মাদক কারবারি ও সন্ত্রাসীরা পুলিশের ওপর সশস্ত্র হামলা চালায়। এসময় পুলিশের পাল্টা গুলিতে সন্ত্রাসী দলের নয়জন এবং পরে আরও একজন নিহত হয়।
সাউ পাওলোতে এক পুলিশ সদস্যকে হত্যার পর শুরু হওয়া অভিযানে ৫৮ জনকে গ্রেফতার ও ৩৮৫ কেজি মাদক ও আগ্নেয়াস্ত্র আটক করে পুলিশ।
তবে মানবাধিকার সংস্থা এবং স্থানীয় প্রতিনিধিদের অনেকে এই অভিযান গুলোর সমালোচনাও করেছেন। অনেকে এটাকে বলছেন পুলিশের ‘বাড়াবাড়ি’ ও ‘প্রতিশোধপরায়নতা’। কারণ সম্প্রতি মাদক ব্যবসায়ীদের গুলিতে এক পুলিশ সদস্যের নিহত হওয়ার ঘটনা ঘটেছে। তারপর থেকেই পুলিশ এই অভিযান শুরু করে।
তবে অভিযান গুলোতে প্রচুর মাদক এবং আগ্নেয়াস্ত্র জব্দ করেছে পুলিশ।
বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি খুনের ঘটনা ঘটে ব্রাজিলে। এই দেশেই আবার পৃথিবীর সবচেয়ে দুর্ধর্ষ প্রাণঘাতী পুলিশ বাহিনীর অবস্থান।
ব্রাজিলের রিও ডি জেনেইরোকে দেশটির সবচেয়ে সহিংসতা কবলিত রাজ্য বলে উল্লেখ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
জেপি/নি-৩/এমএইচ