সম্প্রতি বিদেশে চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত সরকার। অর্থাৎ দেশটি বাসমতি চাল ব্যাতিত অন্য কোন চাল রপ্তানি করবে না। এই খবরের মধ্যেই চাল রপ্তানির ইঙ্গিত দিল পাকিস্তান। খবর দ্যা নিউজের।

পাকিস্তানের চাল রপ্তানিকারক সংস্থা রাইস এক্সর্পোট অ্যসোসিয়েশন অব পাকিস্তানের চেয়ারম্যান চেলা রাম কেওলানি বলেছেন, গত বছর পাকিস্তান ৩৭ লাখ টন চাল রপ্তানি করেছিল, যার মূল্য ছিল ২ দশমিক ১৪ বিলিয়ন মার্কিন ডলার।

তিনি আরও বলেন, চলতি বছর ৫০ লাখ টন চাল রপ্তানির ব্যাপারে তিনি আশাবাদী । জুলাইতে শুরু হয়েছে এই রপ্তানি প্রক্রিয়া।

ভারত চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওযায় বিশ্ববাজারেব ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। তবে এটা পাকিস্তানের জন্য ভালো সুযোগ সৃষ্টি করতে পারে।

বিশ্বের সর্ববৃহৎ চার রপ্তানিকারক দেশ ভারত। বিশ্বের মোট চাহিদার ৪০ ভাগই আসে এই দেশের কাছ থেকে। গত ২০ জুলাই ভারত চালের ওপর এই নিষেধাজ্ঞা দেওয়াতে যুক্তরাষ্ট্র, কানাডা সহ বিভিন্ন রাষ্ট্রে চালের সংকট দেখা দেয়।

জেপি/নি-২/প্লাবন