চীনের রাজধানী বেইজিংয়ে অতিবৃষ্টিতে কারণে বন্যার সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত এই ঘটনায় ১১ জনের মৃত্য হয়েছে। ২৭ জনের মতো এখনো রয়েছেন নিখোঁজ। খবর উইওয়ান নিউজের।

ফিলিপাইনে আঘাত হানা সুপার টাইফুন ‘ডকসুরি’-র প্রভাব চীনেও পড়া শুরু করেছে। রাজধানী বেইজিংয় ও আশেপাশের এলাকায় টানা ৪০ ঘন্টার ভারী বৃষ্টিপাতে পূর্বের সব রেকর্ড ভেঙ্গে যায়। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে তলিয়ে গেছে শতাধিক ঘরবাড়ি। শহরটির বেশ কিছু অঞ্চলে রেড অ্যালার্টও জারি করা হয়েছে।

বন্যার্তদের সাহায্য করতে সেনাবাহিনীর একটি ইউনিট ও চারটি হেলিকপ্টার কাজ করছে।

জেপি/নি-১/প্লাবন