অস্ট্রেলিয়ায় এক সাবেক শিশু পরিচর্যা কর্মীর বিরুদ্ধে ৯১টি শিশুর ওপর যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। দেশটির ফেডারেল পুলিশ জানায়, ১ হাজার ৬২৩টি শিশুর উপর নির্যাতন চালান তিনি। খবর আল-জাজিরার।

প্রতিবেদনে বলা হয়, ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি ২০২২ সাল থেকে কুইন্সল্যান্ড পুলিশের হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশ আরও জানায়, তার কাছে থাকা ৪ হাজারের বেশি শিশু নির্যাতনের ফটো ও ভিডিও বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০০৭ থেকে ২০২২ সাল পর্যন্ত ১০টি শিশু পরিচর্যা কেন্দ্রে কাজ করেছেন তিনি। নিজের ফোন ও ক্যামেরায় এই সব অপকর্মের ছবি ও ভিডিও ধারন করে তা ডার্ক ওয়েবেও ছাড়তেন তিনি।

তার বিরুদ্ধে ১৩৬টি ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। তার নির্যাতনের শিকার বেশির ভাগই মেয়ে শিশু। আগামী ২১ আগস্ট ব্রিসবেন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটির শুনানি হবে বলে জানা গেছে।

জেপি/নি-১/প্লাবন