নির্বাচনের আগে নিজ এলাকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়ে হতাশা ও ক্ষোভে নিজের গালেই জুতাপেটা করলেন ভারতের এক কাউন্সিলর।
সোমবার (৩১ জুলাই) ভারতের অন্ধ্র প্রদেশের আনাকাপল্লী জেলার এক পৌর কর্তৃপক্ষের বৈঠকে এ ঘটনা ঘটে।
ওই কাউন্সিলরের নাম মুলাপার্থী রামারাজু। তিনি সেই জেলার নরসিপত্তনম পৌরসভার ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর।
মুলাপার্থীর অভিযোগ, নির্বাচিত হওয়ার ৩১ মাস পূরণ হয়ে গেলেও তার ওয়ার্ডের লোকজনকে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতির নালা, বিদ্যুৎ, নিকাশি, রাস্তাসহ পৌর পরিষেবার কোনোটাই পূরণ করতে পারেননি তিনি। এ কারণে তার নিজের এলাকায় তাকে প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে।
এর কারণ হিসেবে তিনি বলেন, পৌর কর্তৃপক্ষের অসহযোগিতার কারণেই তিনি কাজ করতে পারেননি। বৈঠকে সবার সামনে নিজের গালে নিজে জুতা মেরে তিনি বলেন, এলাকায় তাকে যেভাবে প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে তার চেয়ে নিজের গালে জুতা পেটানোও ভালো। এ ঘটনার একটি ভিডিও সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে।
জেপি/নি-১/এমএইচ