নিজের খেতের টমেটো বিক্রি করে ৪৫ দিনে চার কোটি রুপি আয় করেছেন ভারতের এক কৃষক।

একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, টমেটো বিক্রি করে মাত্র ৪৫ দিনে ভারতের অন্ধ্রপ্রদেশের চিত্তোরের চন্দ্রমৌলি নামের ওই কৃষকেআর করেছেন চার কোটি রুপি। যা বাংলাদেশি টাকায় প্রায় ৫ কোটি ২৭ লাখ টাকা।

জানা যায়, গত এপ্রিল মাসে ওই কৃষক তার ২২ একর জমিতে বিরল জাতের টমেটো গাছ রোপন করেন। জুন মাসের শেষে টমেটো গুলো বিক্রি করেই বাজিমাত করেন তিনি।

কর্ণাটকের কোলার মার্কেটে ১৫ কেজি টমেটোর প্রতিটি বাক্স এক থেকে দেড় হাজার টাকা দরে ৪০ হাজার বাক্স টমেটো বিক্রি করেন চন্দ্রমৌলি। সব মিলিয়ে তিনি আয় করেন চার কোটিরও বেশি রুপি।

চন্দ্রমৌলি নিজের ওই ২২ একর জমিতে টমেটো চাষ করতে গিয়ে খরচ করেছিলেন প্রায় এক কোটি রুপি। তবে এতো বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগের ফলও পেয়েছেন তিনি। লাভ পৌঁছেছে ৩ কোটিতে।

জেপি/নি-৩১/এমএইচ