গোবর ও গোমূত্র থেকে শ্যাম্পু ও দাঁতের মাজন তৈরির বিষয়ে গবেষণা করছেন ভারতের আইআইটির গবেষকরা।
গবেষকদের ধারণা, এই গবেষণা সফল হলে ভারতের গ্রামীণ অর্থনৈতিক চিত্র বদলে দেওয়া যেতে পারে। এ প্রকল্পে আর্থিক সহায়তা প্রদান করেছে ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।
গবেষক দলের অন্যতম সদস্য তথা আইআইটির (বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়) স্কুল অব বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক অভিষেক সুরেশ ধোবলে বলেন, গবেষণা সফল হলে কৃষকরা গরুর দুধ ছাড়াও গোবর ও গোমূত্র থেকে আর্থিকভাবে লাভবান হতে পারবে।
এই গবেষণায় শুধু যে এ বিষয়ে সামগ্রিক জ্ঞানবৃদ্ধি হচ্ছে তা নয়, বরং আগামী দিনে আরও প্রগতিশীল গবেষণার দ্বার খুলে যাচ্ছে বলে মনে করেন বিজ্ঞানীরা। গরুর গোবর এবং গোমূত্রের ব্যবহারের মাধ্যমেপ্রাচীন গ্রামীণ ধ্যান ধারণাকেও বৈজ্ঞানিক মানদন্ডে অন্তর্ভুক্ত করা সম্ভব বলে মনে করছেন তারা।
জেপি/নি-২৭/এমএইচ