আকস্মিক ভারী বৃষ্টিপাতের কারণে আফগানিস্তান-পাকিস্তানে বন্যার সৃষ্টি হয়েছে এবং একইসাথে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুধু আফগানিস্তানেই মারা গেছে ৩১ জন এবং পাকিস্তানে ১৩ জন। এখনও অনেক মানুষ নিখোঁজ রয়েছেন ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের দুর্যোগ মন্ত্রণালয়ের মুখপাত্র শফিউল্লাহ রহিমি বলেন, ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ৩১ জন নিহত হয়েছে ও ৭৪ জনের মতো আহত হয়েছে। এছাড়া ৪১ জনের মতো এখনো নিখোঁজ রয়েছে। বাড়তে থাকা বন্যার পানিতে ঘুমের মধ্যে প্রাণ হারিয়েছে অন্তত ১২ জন। বন্যার কারণে আফগানিস্তানের শত শত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধারণা করা যাচ্ছে অনেকেই ঘরবাড়ির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন।

অন্যদিকে পাকিস্তানেও একই অবস্থা। বৃষ্টি, বন্যা ও ভূমিধসের কারণে দেশটিতে ১৩ জনের মৃত্যু হয়েছে। ৭ জনের মতো হয়েছেন আহত। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনার মুখপাত্র তৈমুর খান বলেছেন, পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়ায় ৯ জনের মতো নিহত হয়েছেন এবং ৭৪টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে । ভূমিধসে নিহতদের মধ্যে একই পরিবারের চার সদস্যও রয়েছেন। ভূমিধসের সময় তারা গাড়িতে অবস্থান করছিলেন।

জেপি/নি-২৪/প্লাবন