ভারতের উত্তরাখণ্ডে বৈদ্যুতিক ট্রান্সফরমারে বিস্ফোরণের পর একটি সেতু বিদ্যুৎতায়িত হয়ে এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ জুলাই) গভীর রাতে রাজ্যটির চামোলি জেলায় অলকানন্দা নদীর একটি সেতুতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।

এনডিটিভির খবরে বলা হয়, ট্রান্সফরমারটিতে বিস্ফোরণ ঘটার পর সেতুর একটি লোহার রেলিং বিদ্যুতের সংস্পর্শে আসায় ঘটে এই দুর্ঘটনা। এ ঘটনায় বিদ্যুৎপৃষ্ট হন ২১ জন। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হলে সেখানে ১৫ জনের মৃত্যু হয়।

হিন্দুস্তান টাইমস্ জানিয়েছে, একটি বাঁধের ওপর ছিল ওই সেতুটির অবস্থান। ট্রান্সফরমার বিষ্ফোরণের পর সেতুর পাশের রেলিংটি বিদ্যুতায়িত হয়েছিল। এতে সেখানকার একটি প্রজেক্টের কেয়ারটেকার গণেশ লাল প্রথম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এছাড়া বাকি যারা নিহত হন তারা সবাই ওই রেলিং স্পর্শ করেছিলেন।

রাজ্য পুলিশের ডিজি অশোক কুমার বলেছেন, ১৫ জন বিদ্যুৎস্পৃষ্টের মধ্যে পুলিশের একজন উপ-পরিদর্শক এবং তিনজন নিরাপত্তারক্ষী ছিলেন। এ দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।’

নিহত পুলিশের উপরিদর্শক পিপালকোটি ফাঁড়ির ইনচার্জ ছিলেন। হতাহতদের অধিকাংশই ওই প্রকল্পে কাজ করা শ্রমিক।

জেপি/নি-১৯/এমএইচ