শহরের অলিতে গলিতে প্রায়শই কিছু মানুষকে ভিক্ষা করতে দেখা যায়। অনেকে আবার বাস, ট্রেন বা ফুটপাতেও ভিক্ষা করে থাকেন। কিন্তু মাঝ আকাশে বিমানে ভিক্ষা! এমন কথা কি কেও আগে শুনেছেন? হ্যাঁ, এমনই এক কাণ্ড ঘটিয়েছেন পাকিস্তানের এক নাগরিক। এমন কাজ করে তিনি রীতিমতো ট্রল ও সমালোচনার শিকার।
ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, সাদা কুর্তা-পায়জামা পরা একজন ব্যক্তি বিমানের অন্যান্য যাত্রীদের কাছ থেকে ঘুরে ঘুরে অর্থ দাবি করছিল। তার হাতে একটি কাগজ ও লক্ষ্য করা যায়। খবর দ্যা ট্রিবিউনের।
প্রতিবেদনটিতে বলা হয়, পাকিস্তানি ওই ব্যক্তির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'আমি ভিক্ষা চাইনি। আমি অনুদান চাইছিলাম। আমারা একটি মাদ্রাসা নির্মানের জন্য অর্থ সংগ্রহ করছি। আমি শুধু বলেছিলাম চাইলে দান করতে পারেন আপনাদের সিট থেকে ওঠার দরকার নেই আমি আপনার সিটের কাছে আসছি'।
এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে কোন বিমানে এমন ঘটনা ঘটেছে এ ব্যাপারে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
জেপি/নি-১৬/প্লাবন