হংকংকে তামাকমুক্ত করার উদ্যোগ নিয়েছে সেখানকার সরকার।এটি কার্যকর করতে প্রথমে ধূমপায়ীদের দিকে একযোগে নেতিবাচক দৃষ্টিতে তাকিয়ে থাকতে বলেছেন সেখানকার স্বাস্থ্যসচিব লো চুং-মাউ।

গতকাল শুক্রবার (১৪ জুলাই) আইন পরিষদের স্বাস্থ্য পরিষেবা প্যানেলের একটি সভায় এই আহ্বান জানান তিনি।

প্রফেসর লো চুং-মাউ বলেন, 'ধূমপান নিষিদ্ধ এলাকায় কেউ যদি সিগারেট ধরায়, সেখানে সবার উচিত ওই ব্যক্তির দিকে নেতিবাচক দৃষ্টিতে তাকানো।’

স্বাস্থসচিব বলেন, ‘যখন ধূমপানমুক্ত এলাকায় কাউকে ধূমপান করতে দেখেন এবং যদি তাৎক্ষণিকভাবে আইন প্রয়োগকারী কর্মকর্তা সেখানে উপস্থিত না হন, আমরা ধূমপায়ীদের দিকে নেতিবাচক দৃষ্টিতে তাকাতে পারি।'

তিনি আরও বলেন, 'যখন কেউ রেস্তোরাঁয় সিগারেট টানে, তখন সেখানে থাকা প্রত্যেকেই সেই ব্যক্তির দিকে তাকাতে পারে। আমি মনে করি না যে, সেই ব্যক্তি রেস্তোরাঁয় থাকা সবাইকে পাল্টা আঘাত করার সাহস করবে। কারণ তারা কেবল তাকিয়েই আছে।'

অধ্যাপক লো বলেন, ‘এক্ষেত্রে একটি বাসস্টপে সারিবদ্ধভাবে দাঁড়ানোকে উদাহরণ হিসেবে নেওয়া যেতে পারে। কেউ বলবে না যে মানুষকে লাইনে দাঁড়াতে বাধ্য করার জন্য আইনের প্রয়োজন আছে।’

জেপি/নি-১৫/এমএইচ