ভারতের রাজধানী দিল্লিতে যমুনা নদীর পানি বেড়ে বন্যার সৃষ্টি হয়েছে। এই পানি বাড়ার ফলে দিল্লির রাস্তা পানির নিচে তলিয়ে গেছে। এক প্রতিবেদনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ সংস্থা এনডিটিভি।

কাশ্মীর গেটের সাথে সংযোগকারী ‘মজনু কা টিলা’ সড়কটি ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। ছবিতে দেখানো জায়গাটি দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বাড়ি ও বিধানসভা থেকে ৫০০ মিটার দূরে। এছাড়াও তলিয়ে গেছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা ও এলাকা।

এদিকে ৪৫ বছরের রেকর্ড ভেঙে যমুনার পানি ২০৭ দশমিক ৫৫ মিটার উচ্চতা দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তলিয়ে গেছে দিল্লির প্রধান সড়কগুলো। ক্ষয়ক্ষতি হয়েছে যাতায়াতের রাস্তাগুলোতেও। এসব অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়স্থলে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে পানি বিপদসীমার ৩ মিটার উপর দিয়ে বয়ে যাচ্ছে। 

ভারতের কেন্দ্রীয় পানি হাই কমিশন বলছে, দুপুর ২ টার পর থেকে পানি কমতে পারে বলে আশা করা যাচ্ছে। বন্যার্তদের সাহায্য করার জন্য কাজ করছে জাতীয় দুর্যোগ মোকাবেলায় ১২ টি দল।

জেপি/নি-১৩/প্লাবন