মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত হোয়াইট হাউসের ভেতরে সন্দেহজনক সাদা পাউডার পাওয়া গেছে। এরপরই সেখানকার কর্মীদের সরিয়ে দেওয়া হয়। পরে জানা যায় সেটা ছিল কোকেন।

রোববার রাতে সিক্রেট সার্ভিসের কর্মীরা হোয়াইট হাউসের ভেতর সাদা পাউডার দেখতে পায়। এরপরই হইচই পড়ে যায় হোয়াইট হাউসে। সাদা পাউডার পরীক্ষা করার জন্য নিয়ে যাওয়া হয়। পরীক্ষার পর রিপোর্ট আসে, ওই সাদা পাউডার হলো কোকেন। এ সময় প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসে ছিলেন না। 

এখন প্রশ্ন হলো এটি যদি মাদক হয়, তবে নিরাপত্তার চাদরে ঘেরা হোয়াইট হাউসে মাদক এলো কিভাবে? সেই প্রশ্নের জবাবে, সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি বলেছেন, বিষয়টি কর্তৃপক্ষ খতিয়ে দেখছে। তবে হুমকির কোন আশঙ্কা নেই।

জেপি/নি-৫/প্লাবন