পুতিনকে সারা বিশ্ব হত্যা করতে চায়। এক সংবাদ সম্মেলনে এমনটাই মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার রাতে কিয়েভে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন তিনি।
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, সংবাদ সম্মেলনে জীবন নিয়ে শঙ্কা আছে কিনা এমন প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, 'সত্য বলতে আমার থেকে পুতিনের জন্য অধিক ভয়াবহ। কারণ শুধুমাত্র রাশিয়া আমাকে হত্যা করতে চায়। অন্যদিকে গোটা বিশ্বই পুতিনকে হত্যা করতে চায়।'
জেলেনস্কি আরও বলেন, তার দেশের সাথে যুদ্ধ করতে গিয়ে ২১ হাজার যোদ্ধা নিহত হয়। সম্প্রতি ওয়াগনার গ্রুপের বিদ্রোহে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কৃর্তত্বে ব্যাপক প্রভাব ফেলেছে বলেও মনে করেন জেলেনস্কি। তিনি বলেন, যুদ্ধের ময়দানেও এটা প্রভাব ফেলেছে। এ থেকে তার দেশের সেনাবাহিনী লাভবান হবে। আমাদের এই সুযোগ কাজে লাগিয়ে শত্রুদের দেশ থেকে বিতাড়িত করতে হবে।
জেপি/নি-৩/প্লাবন