শাকিলা পারভীন ছোট পর্দার পরিচিত মুখ ।নাটক, মিউজিক ভিডিওতে বেশ সুনাম তার। এসবের পাশাপাশি শখের বশে হর হামেশাই ভ্লগ বানিয়ে সেগুলো নিজের ভেরিফাইড আইডি ও পেজে শেয়ার করেন এই মডেল ও অভিনেত্রী।
সম্প্রতি ঈদে মুক্তি পাওয়া সিনেমা 'কিল হিম' দেখতে গিয়ে একটি ভিডিও ধারণ করেন এবং ব্যক্তিগত মতামত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। ভিডিওটি প্রচার করেই যেন পড়লেন বিপাকে। সেদিন 'কিল হিম' সিনেমার শো চলাকালীন হাতেগনা দর্শকের উপস্থিতি দেখা যায় শাকিলা পারভীনের সেই ভিডিও ভ্ল গে।
ভিডিওটি প্রকাশের পরই তাকে হেনস্তা করতে উঠেপড়ে লাগে একটি কুচক্রী মহল। এটি মুছে ফেলতে রীতিমত জোর জবরদস্তি করা হয় তাকে। এছাড়াও নানারকম ভয়ভীতি দেখিয়ে তার বিরুদ্ধে মিথ্যা গুঞ্জনও রটানোর অভিযোগ করেন শাকিলা। নিরুপায় হয়ে হুমকিপ্রদানকারী সেই ব্যক্তির বিরুদ্ধে কাফরুল থানায় সাধারণ ডায়েরী নথিভুক্ত করেন এই অভিনেত্রী। জিডির কপি সময়ের কণ্ঠস্বরের হাতে এসে পৌঁছেছে।
জিডি কপি
শাকিলা জানান, 'অন্য সময়ের মত আমি ভ্লগ বানাই। এজন্য আমাকে থ্রেড এবং নানারকম গালাগালি করা হয়েছে। আমি ডিবি অফিসে গিয়ে সব তথ্য প্রমাণাদি দিয়ে অভিযোগ করেছি। আমি শুধু একটা ভ্লগ করেছি। দর্শক না থাকলে তো আমি এডিট করে বসায় দর্শক দেখাতে পারব না।'
তিনি আরও বলেন, 'আমাকে খারাপ উপস্থাপন করার জন্য কোনো কিছু বাকি রাখেনি তারা। নিজের নিরাপত্তার জন্য চুপ ছিলাম। আত্মীয়স্বজনরা বাসায় নক দিয়ে নানান কথা বলে। এখন আইন অনুযায়ী যা শাস্তি আসে তাই হবে।'
জেপি নিউজ ২৪ ডটকম/প্রতিনিধি,মারুফ সরকার