পাকিস্তানের জনপ্রিয় সংগীত শিল্পী আতিফ আসলাম আজ শুক্রবার (২৯ নভেম্বর) রাতে আর্মি স্টেডিয়ামে 'ম্যাজিকাল নাইট ২.০' কনসার্ট মাতাবেন । বাংলাদেশ-পাকিস্তানের শিল্পীদের নিয়ে আয়োজন করা এই আসরের মধ্যেমণি তিনিই।
তবে শুধু আতিফ আসলামই নয়। কনসার্টিত ঢাকার আর্মি স্টেডিয়াম মাতাবেন বাংলাদেশের ও বেশ কিছু নামজাদা গায়করা।
আতিফ আসলাম ছাড়াও গান গাইবেন, পাকিস্তানের আব্দুল হান্নান, বাংলাদেশের তাহসান খান ও ব্যান্ড কাকতাল।
গতকাল বৃহস্পতিবার বিকালে ঢাকায় পা রাখেন আতিফ আসলাম ও তার দল। বেলা সাড়ে তিনটার দিকে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করেন।
জানা গেছে, ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে কনসার্টের সব টিকিট। তিন ক্যাটাগরিতে বিক্রি করা হয়েছে টিকিটগুলো, ম্যাজিকাল জন ১০ হাজার টাকা, ফন্ট জোন সাড়ে ৪ হাজার টাকা ও সাধারণ আড়াই হাজার টাকা।
রাত আটটার দিকে মঞ্চে ওঠার কথা রয়েছে আতিফের। বিকেল পাঁচটা থেকে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হবে এই কনসার্ট। দর্শকদের জন্য গেট খুলে দেওয়া হয়েছে দুপুর ১টায়।
জেপি/নি-২৯/প