অল্প সময়ের মধ্যে বলিউডে নিজের একটি ভালো জায়গা তৈরি করে নিয়েছেন বিক্রান্ত ম্যাসি।  ক্যারিয়ারের এমন সেরা  সময় থাকার পরও তার অবসরের ঘোষণায় সবাই চমকে গেছে।

আজ সোমবার (২ ডিসেম্বর) সকালে বিক্রান্ত ম্যাসি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামে একটি বার্তার মাধ্যমে এই ঘোষণা দেন।

তিনি লিখেছেন,‘ গত কয়েক বছর এবং তার পরেও অসাধারণ হয়েছে। আপনার অদম্য সমর্থনের জন্য আমি আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই কিন্তু আমি যতই এগিয়ে যাচ্ছি, আমি বুঝতে পারি এটি পুনরায় ক্যালিব্রেট করার এবং বাড়ি ফিরে যাওয়ার সময়। একজন স্বামী, পিতা এবং একটি পুত্র হিসাবে। এবং অভিনেতা হিসেবেও। তাই আসছে ২০২৫, আমরা শেষবারের মতো একে অপরের সাথে দেখা করব। যতক্ষণ না সময় সঠিক মনে হয়।

শেষ দুটি সিনেমা এবং অনেক বছরের স্মৃতি নিয়ে আপনাদের থেকে বিদায় নেব। আবারও  ধন্যবাদ. সবকিছুর জন্য। চিরকাল কৃতজ্ঞ।’

‘টুয়েলভথ ফেইল’ সিনেমাটির মাধ্যমে অনন্য উচ্চতায় পৌঁছান বিক্রান্ত। এর বেশ কিছু ভালো  সিনেমার অভিনয় করেছেন। যেগুলো বক্স অফিসে ভালোই ব্যবসা সফল।

জেপি/নি-২/প