বাংলাদেশের সংগীতজগতে এক নক্ষত্রের নাম আইয়ুব বাচ্চু। তিনি সাবই কে ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন আজ থেকে ৬ বছর আগে। তবে আজও তিনি অনুরাগীদের হৃদয়ে তিনি জীবিত।
এবার পছন্দের এই শিল্পীর কণ্ঠে নতুন গান শুনবেন শ্রোতারা। আগামী ১ ডিসেম্বর প্রকাশিত হচ্ছে আইয়ুব বাচ্চুর নতুন গান।
জানা গেছে, মৃত্যুর আগে বেশ কয়েকটি গান তৈরি করে রেখে গিয়েছিলেন তিনি। কিন্তু সেগুলো প্রকাশ করে যেতে পারেননি। সেই গান গুলো এবার একে একে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন।
গানটির শিরোনাম ‘ইনবক্স’।গানটি লিখেছেন নিয়াজ আহমেদ অংশু, সুর ও কণ্ঠ দিয়েছেন আইয়ুব বাচ্চু। গানটি প্রকাশিত হবে ব্যান্ড মিউজিক দিবসে।
জেপি/নি-২৭/প