সিদ্ধার্থ আনন্দের পরিচালিত শাহরুখ খান অভিনীত  সিনেমা পাঠান ইতিমধ্যেই ব্লকবাস্টার হয়েছে। কিন্তু এবার তিনি ফাইটার  সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছে। সিনেমায় অভিনয় করেছেন বলিউডের গ্রিক গড  ক্ষ্যত হৃতিক রোশান ও দীপিকা।
ফাইটার  সিনেমার বাজেট ২৫০ কোটি ভারতীয় রুপি। তবে নির্ধারিত বাজেট থেকে সিনেমাটির ব্যয় অনেক ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে কেআরকে। 
 
এক টুইটে কেআরকে জানিয়েছেন হৃতিক রোশানের ‘ফাইটার’ সিনেমার বাজেট ৩৫০ কোটি রুপি ছাড়িয়ে গেছে যা সিনেমার বাজেট থেকে প্রায় ১০০ কোটির বেশি। এই অতিরিক্ত ব্যয় এর অন্যতম কারণ হচ্ছে পরিচালক সিনেমাটির জন্য পারিশ্রমিক নিচ্ছেন ৪০ কোটি রুপি, হৃতিক নিচ্ছেন ৮৫ কোটি রুপি বাংলাদেশি টাকায় ১১১ কোটি ১২ লাখ টাকার বেশি এবং দীপিকা পাড়ুকোনের পারিশ্রমিক ২০ কোটি রুপি বাংলাদেশি টাকায় ২৬ কোটি ১৪ লাখ টাকার বেশি। অন্য তারকাদের পারিশ্রমিক ১৫ কোটি রুপি। এ বাবদ মোট ব্যয় ১৬০ কোটি রুপি। ২৪-২৫ সালের দিকে সিনেমাটি বড় পর্দায় মুক্তি পেতে পারে।
 
জেপি নিউজ ২৪ ডটকম/ বিনোদন ডেস্ক