জেপিনিউজ২৪ডটকম:

খুব অল্প সময়ের মধ্যেই বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হতে যাচ্ছে ভারত। ধারণা করা যাচ্ছে চলতি বছরের মাঝামাঝি সময়েই চীনকে ছাড়িয়ে যাবে ভারত।

জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের মাঝামাঝি সময়ে ভারতের জনসংখ্যা আরও প্রায় ৩০ লাখ বাড়বে। এবং এরই মধ্য দিয়ে চীনকে ছাড়িয়ে যাবে তারা।

বুধবার প্রকাশিত 'দ্য স্টেট অফ ওয়ার্ল্ড পপুলেশন রিপোর্ট, ২০২৩'-এ দাবি করা হয়েছে- ভারতের বর্তমান জনসংখ্যা ১৪২ কোটি ৮৬ লাখ। আর চীনের জনসংখ্যা ১৪২ কোটি ৫৭ লাখ। অর্থাৎ, চীনের চেয়ে ভারতের জনসংখ্যা এখন ২৯ লাখ বেশি। তবে আনুষ্ঠানিক ভাবে এর কোনো স্বীকৃতি এখনো আসেনি।

ইউএনএফপিএ-এর স্টেট অব ওয়ার্ল্ড পপুলেশন রিপোর্ট ২০২৩ অনুযায়ী শীর্ষস্থানে থাকবে ভারত, দ্বিতীয় স্থানে থাকবে চীন এবং তৃতীয় স্থানে থাকবে যুক্তরাষ্ট্র।

দীর্ঘদিন ধরে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশের তকমা ছিল চীনের দখলে। অন্যদিকে ২০২৩ সালে ভারতে আদমশুমারি হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে তা পিছিয়ে গেছে।

জেপিনিউজ২৪ডটকম/শ