জেপি নিউজ২৪ ডটকম:

পাকিস্তানের কেন্দ্রীয় ধর্ম ও আন্তঃধর্মীয় সম্প্রীতি বিষয়ক মন্ত্রী মুফতি আব্দুল শাকুর সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় রাজধানীর রেড জোন এলাকায় এই সড়ক দূর্ঘটনা ঘটে। তিনি পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলামেরও (ফজল) নেতা ছিলেন।

পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম ডন জানায়, গতকাল শনিবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় ইফতারির কিছুক্ষণ আগে আবদুল শাকুর (৫৫) স্থানীয় হোটেল থেকে সচিবালয়ের দিকে যাচ্ছিলেন। এসময় তার গাড়িতে একটি টয়োটা হিলাক্স রেভো ধাক্কা দেয়।

তাৎক্ষণিকভাবে আশঙ্কাজনক অবস্থায় মন্ত্রীকে পলিক্লিনিক হাসপাতালে নেওয়া হলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশের মহাপরিদর্শক অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দুর্ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছান।

মন্ত্রীর গাড়িটি যে গাড়ির সাথে ধাক্কা খায় সেই গাড়িতে মোট পাঁচজন যাত্রী ছিল। তাদেরকে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য নিকটবর্তী থানায় স্থানান্তর করা হয়েছে।

গাড়িতে মন্ত্রী একা ছিলেন নাকি তার সঙ্গে আরও কেউ ছিলেন তা এখনও স্পষ্ট নয়। তবে ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আকবর নাসির খান হাসপাতালের বাইরে গণমাধ্যমকে জানান, আবদুল শাকুর নিজেই গাড়ি চালাচ্ছিলেন।

হাসপাতালের সূত্র জানায়, মন্ত্রীর মাথায় গুরুতর আঘাত লেগেছে, যার ফলে তার মৃত্যু হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রবিবার দুপুর ২টায় লাকি মারওয়াতের তাজবি খেল এলাকায় তার জানাজা অনুষ্ঠিত হবে।

আব্দুল শাকুরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি প্রয়াত মন্ত্রীকে জেইউআই-এফ-এর একজন 'প্রগতিশীল ও আদর্শ নেতা' এবং ভালো মানুষ হিসেবে অভিহিত করেছেন। একই সাথে অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও শোক জানিয়ে তার আত্মার মাগফিরাত কামনা করেছেন। 

জেপিনিউজ২৪ডটকম