জেপি নিউজ ২৪ ডটকম:

ভারতের পশ্চিমাঞ্চলীয় সীমান্তবর্তী রাজ্য পাঞ্জাবের বাথিন্দা সামরিক ঘাঁটিতে গোলাগুলির ঘটনা ঘটেছে। বুধবার (১২ এপ্রিল) সকালে হওয়া এ গোলাগুলিতে অন্তত ৪ জন নিহত হয়েছে বলে এক বিবৃতিতে জানায় ভারতীয় সেনাবাহিনীর সাউথ ওয়েস্টার্ন কমান্ড।

বিবৃতিতে বলা হয়, ‘বুধবার সকালে বাথিন্দা সেনা ঘাঁটির ভেতর গোলাগুলির খবর পাওয়া যায়। ঘাঁটির কুইক রেপপন্স টিমকে সক্রিয় করা হয়েছে। উক্ত এলাকা ঘিরে ফেলা ও বন্ধ করে দেওয়া হয়েছে। অনুসন্ধান অভিযান চলছে। চারজন নিহত হওয়ার খবর জানা গেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।’ 

এক সূত্রের বরাতে এনডিটিভি জানায়, গোলাগুলির ঘটনাটি ঘটেছে অফিসার্স মেসে। বাথিন্দার জেষ্ঠ্য পুলিশ কর্মকর্তা জিএস খুরানা এনডিটিভিকে জানিয়েছেন, পুলিশ সদস্যরা ঘাঁটির বাইরে অপেক্ষা করছেন। তবে সেনাবাহিনী এখনো তাদের ভেতরে প্রবেশের অনুমতি দেয়নি। তিনি আরও জানিয়েছেন, তার মনে হচ্ছে না এটি কোনো জঙ্গি বা সন্ত্রাসী হামলা। তার মতে এটি ‘অভ্যন্তরীণ কোনো সমস্যা’ হয়ে থাকতে পারে।

জেপি নিউজ/শ