জেপি নিউজ২৪ ডটকম:

ইসরায়েলের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে লেবাননের রাজধানী বৈরুতে বৈঠক করেছেন হামাস ও হিজবুল্লাহর নেতারা। রোববার (৯ এপ্রিল) হিজবুল্লাহর পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

গত বুধবার থেকেই লেবাননের রাজধানী বৈরুতে অবস্থান করছেন ফিলিস্তিনের ইসলামী আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়া।

ইরান-সমর্থিত শিয়া আন্দোলন হিজবুল্লাহর শক্ত ঘাঁটি দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের ভুখন্ড লক্ষ্য করে ৩৪টি রকেট হামলার ঘটনা ঘটেছে। এ হামলার জন্য হামাসকে দায়ী করছে ইসরায়েল।

জবাবে শুক্রবার ভোরে দক্ষিণ লেবানন এবং গাজা উভয় দিকে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়া সিরিয়ার ছোড়া রকেটের জবাবে সিরিয়াতেও পাল্টা হামলা চালায় তারা। বৈঠকে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ ও হামাস প্রধান হানিয়া ‘প্রতিরোধের অক্ষের প্রস্তুতি’ এবং তাদের দুই গ্রুপের সদস্যদের মধ্যে সহযোগিতার উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। লেবানিজ, ফিলিস্তিনী, সিরীয়সহ ইসরায়েলের বিরোধিতাকারী ইরান সমর্থিত অন্যান্য গ্রুপকে বলা হচ্ছে 'প্রতিরোধের অক্ষ'।

বুধবার ইসরায়েলি পুলিশ কোনোরকম উষ্কানি ছাড়াই আল-আকসা মসজিদে হামলা চালায়। যদিও ইসরাইলি পুলিশ বলছে মসজিদের ভেতর মুখোশধারী আন্দোলনকারীরা ব্যারিকেড সৃষ্টি করেছিল, তাদের সরিয়ে দিতেই তারা মসজিদের ভেতরে প্রবেশ করে।