রাজধানীর মহাখালীতে সরকারি তিতুমীর কলেজের সামনে সতর্ক অবস্থান নিয়েছেন বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। এছাড়া সড়কে অবস্থান নিয়েছেন সেনাবাহিনীর সদস্যরাও।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে মহাখালী রেলগেট, আমতলী ও আশপাশের এলাকায় এমনটাই দেখা গেছে।

এর আগে, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি পূরণ না হওয়ায় সোমবার (১৮ নভেম্বর) রাতে মঙ্গলবার (আজ) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মহাখালী অবরোধ করার ঘোষণা দেয়া হয়। এছাড়া সবধরনের একাডেমিক কার্যক্রমও বন্ধ ঘোষণা করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, শিক্ষার্থীরা কলেজের ভেতরে যেকোনো কর্মসূচি করতে পারে। রাস্তা অবরোধ করলে যানজটে মানুষের ভোগান্তি হবে। সেজন্য শিক্ষার্থীদের কলেজের ভেতরে কর্মসূচি করার আহ্বান জানিয়েছেন তারা।

তবে এ বিষয়ে এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। কর্মসূচী সফল করতে কলেজে জড়ো হচ্ছেন তারাও।

উল্লেখ্য, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে এসে মহাখালী রেলক্রসিং এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেন। এতে সড়কটির সব দিক দিয়ে বন্ধ হয়ে যায় যান চলাচল। তাছাড়া শিক্ষার্থীরা চলন্ত ট্রেনে ইট পাথর নিক্ষেপ করেন। এতে শিশু ও নারীসহ বেশ কয়েকজন যাত্রী আহত হন। বিকেল ৪টা পর্যন্ত এই অবরোধ চলে। পরে তারা কলেজের সামনের সড়কে গিয়ে অবস্থান নেয় এবং সেখান থেকে কলেজ ক্লোজডাউন ঘোষণা করে মঙ্গলবারও অবরোধ কর্মসূচি ঘোষণা দেয়।

জেপি/নি-১৯/এমএইচ