উয়েফা নেশন লিগে গ্রুপ এ-২ তে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই ছিল ইতালি ও ফ্রান্সের মধ্যে। গতকাল গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় এই দুই দল। এই ম্যাচে ইতালিকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে ফ্রান্স। অন্যদিকে গ্রুপ রানার্স আপ হয়েই কোয়ার্টার ফাইনালে প্রবেশ করল ইতালি।
রোববারের ম্যাচে ২ মিনিটে প্রথম গোল করে এগিয়ে যায় ফ্রান্স। দলের জয়ে সেই গোলটি করেন আদ্রিয়েন র্যাবিয়ট। ৩৩ মিনিটে আরও এক ধাপ পিছিয়ে পড়ে ইতালি। ভুল করে নিজেদের জালে বল ঢুকিয়ে দেন গাললিয়েমো ভিকারিও। ২-০ গোলে এগিয়ে যায় ইতালি। তবে এর ঠিক দুই মিনিট পর কামব্যাক করে ইতালি। এতে করে ব্যবধান কমে আসে ২-১ গোলে। স্বাগতিকদের মাঠে লিড ২-১ নিয়েই বিরতিতে যায় ফ্রান্স।
বিরতির পর ৬৫ মিনিটে আবারও র্যাবিয়টের শটে এগিয়ে যায় ফ্রান্স। ব্যবধান বেড়ে দাঁড়ায় ৩-১ গোলে। শেষ পর্যন্ত আর কোনো ব্যবধান কমাতে পারেনি ইতালি। অবশেষে বড় জয় নিয়েই গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই উয়েফা নেশন লিগে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করলো ফ্রান্স।
জেপি/নি-১৮/প