জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে রাজধানীতে এক বর্ণাঢ্য র‍্যালি বের করবে বিএনপি। শুক্রবার ৮ নভেম্বর দুপুরে নয়াপল্টনের দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে র‍্যালিটি শুরু হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে  গিয়ে শেষ হবে।

শোভাযাত্রায় রাজধানীর পাশাপাশি আশেপাশের জেলা যেমন মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ  থেকে নেতাকর্মীরা অংশ নিয়েছেন।

সবাইকে নিয়ে দেখা গেছে রাজধানীর বিভিন্ন থানার নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে নয়া পল্টনের আশেপাশের সড়কে জড় জড়ো হতে শুরু করেছেন। সেই সাথে দিচ্ছেন নানা ধরনের দলীয় স্লোগান।

র‌্যালি কাকরাইল মোড়-কাকরাইল মসজিদ- মৎস্যভবন-ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট-শাহবাগ-হোটেল শেরাটন-বাংলামোটর-কারওয়ান বাজার-ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে সমাপ্ত হবে।

বিএনপি নেতারা জানিয়েছেন, এই র‌্যালির হবে দেশের ইতিহাসে স্মরণকালের সেরা র‌্যালির। ‌র‌্যালিটি উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  মানিক মিয়া অ্যাভিনিউতে র‌্যালি শেষে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জেপি/নি-৮/প