রাজধানীর কুড়িল বিশ্বরোডের বিআরটিসির একটি দ্বিতল বাসে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।
শুক্রবার (৮ নভেম্বর) দুপুর ১ টা ৪০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, দুপুর ১টা ৪০ মিনিটের দিকে কুড়িল বিশ্বরোডের বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন লাগার খবর আমাদের কাছে আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, যদিও এখন পর্যন্ত জানা যায়নি বাসটিতে কীভাবে আগুন লেগেছে। যতটুকু জানতে পেরেছি বাসটি কুড়িল বিশ্বরোডের ফ্লাইওভারের পাশে দাঁড়িয়ে ছিল।
এ বিষয়ে খিলক্ষেত থানার এসআই শাহজাহান বলেন, কুড়িল বিশ্বরোডের একটি বাসে আগুন লাগার খবর পেয়েছি। তবে কীভাবে আগুন লেগেছে তা এখন পর্যন্ত জানতে পারিনি। আগুন লাগার কারণ জানার জন্য স্থানীয়দের সাথে কথা বলছি।
জেপি/নি-৮/প