তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে গতকাল বুধবার (৬ নভেম্বর) আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানরা। সব উইকেট তারা হারিয়ে ২৩৬ রানের লক্ষ্য দেয় বাংলাদেশকে। লক্ষ্য তারা করতে নেমে ধীরে ধীরে জয়ের দিকে এগিয়ে যাচ্ছিল টাইগাররা। ৩ উইকেট ১৩১ রান তোলার পর এমন মনে হচ্ছিল যেন খুব সহজেই জয় পাবে বাংলাদেশ। কিন্তু কে জানত এমন হাল হবে বাংলাদেশ। স্কোর বোর্ডে মাত্র ১২ রান যোগ করতেই বাকি ৭ উইকেট হারিয়ে ১৪৩ রানে আল আউট হয়ে যায় বাংলাদেশ। হারতে থাক ম্যাচে ৯২ রানের বড় জয় পায় আফগানিস্তান।

টস জিতে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে আফগানিস্তান। স্পিন তীর্থে পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের তোপে ৩৫ রানে ৪ উইকেট হারায় তারা। জুটির আভাস দিলেও ৭১ রানে পড়ে পঞ্চম উইকেট। ওই বিপর্যয় কাটিয়ে মোহাম্মদ নবী ও হাসমতউল্লাহ শাহেদির ব্যাটে ভালো রান পায় তারা। তারা সব উইকেট হারিয়ে ২৩৬ রানের লক্ষ্য দেয় বাংলাদেশকে।

লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুতে ওপেনার তানজিদ তামিমকে হারালেও সৌম্য সরকার ও নাজমুল শান্ত জুটি দেন। ১২০ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে ২৩ রান যোগ হতেই অলআউট হয়েছে বাংলাদেশ। দলের হয়ে নাজমুল শান্ত সর্বোচ্চ ৪৭ রান করেছেন। সৌম্য সরকার ৩৩ রান করেন। মেহেদী মিরাজের ব্যাট থেকে ২৮ রান এসেছে।

এর আগে আফগান অধিনায়ক হাসমতউল্লাহ ও মোহাম্মদ নবী ১০৪ রানের জুটি গড়েন। হাসমত ৯২ বলে ৫২ রান করেন। নবী খেলেন ৭৯ বলে ৮৪ রানের ঝকঝকে ইনিংস। এছাড়া নাঙ্গেয়ালিয়া করোটি ২৮ বলে ২৭ রান যোগ করেন।

আফগানদের ১০ উইকেটের মধ্যে মুস্তাফিজ ১০ ওভারে ৫৮ ও তাসকিন আহমেদ ১০ ওভারে ৫৩ রান দিয়ে চারটি করে উইকেট নিয়েছেন। বাংলাদেশকে ধসিয়ে দেওয়ার কাজটা করেছেন অভিষেক হওয়া স্পিনার আল্লাহ গাজানফার। ১৮ বছর বয়সী ডানহাতি স্পিনার মাত্র ৬.৩ ওভারে মাত্র ২৬ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন । অন্যদিকে রশিদ খান নিয়েছেন উইকেট।

জেপি/নি-৭/প