মর্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ভোটে এগিয়ে রয়েছেন রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি বলা হচ্ছে তার জয়ের সম্ভাবন বেড়ে দাঁড়িয়েছে ৯০ শতাংশে।
বুধবার (৬ নভেম্বর) দ্য নিউইয়র্ক টাইমসের ১১টার সর্বশেষ পূর্বাভাসে এ সম্ভাবনার কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের দোদুল্যমান রাজ্য নর্থ ক্যারোলাইনায় ট্রাম্প জয় পাওয়ার পর কমলা হ্যারিসের জয়ের সম্ভাবন কমে দাঁড়িয়েছে ১০ শতাংশে।
দ্য নিউইয়র্ক টাইমসের এ পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে ট্রাম্পের জয়ে সম্ভাবনা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অপর দিকে কমলা হ্যারিসের জয়ের সম্ভাবনা দ্রুত শেষ হয়ে যাচ্ছে।
আল জাজিরা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ট্রাম্পের প্রাপ্ত ইলেকটোরাল কলেজের ভোটের সংখ্যা ২৪৭। অপরদিকে কমলা হ্যারিস পেয়েছেন ২১৪টি ভোট।
দ্য নিউইয়র্ক টাইমসের পূর্বাভাসে বলা হয়েছে ইলেকটোরাল কলেজে ৩০১টি ভোট পেতে পারেন ট্রাম্প। অন্যদিকে কমলা পেতে পারেন ২৩৭টি।
যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য এবং ডিসট্রিক্ট অব কলাম্বিয়ায় মোট ৫৩৮ ইলেকটোরাল কলেজ ভোট আছে এবং এর মধ্যে যে প্রার্থী ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পাবেন তিনি নির্বাচিত বলে গণ্য হবেন। তবে গত এক বছরের জনমত জরিপ এবং অতীত নির্বাচনের আলোকে ৪৩টি অঙ্গরাজ্যের ফলাফল কী হতো মোটামুটি নিশ্চিত হয়ে আছে।
জেপি/নি-৬/প