প্রতিনিধি, চিলমারী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের চিলমারী উপজেলার চরাঞ্চলের এক এলাকায় সেতু (ইউড্রেন) নির্মাণ করলেও সংযোগ সড়ক না থাকায় যাতায়াতে ভোগান্তির স্বীকার হচ্ছেন ওই এলাকার প্রায় দুই হাজারেরও বেশি মানুষ। 

উপজেলার চিলমারী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বৈলমনদিয়ারখাতা গ্রামে সেতু (ইউড্রেন) থাকলেও সংযোগ সড়ক না থাকায় চরাঞ্চলের একমাত্র যানবাহন পণ্যবাহী ঘোড়ার গাড়িও চলাচলের অনুপযোগী হয়েছে। এতে করে মালামাল আনা নেওয়ায় চরম ভোগান্তির সম্মুখীন হচ্ছে এলাকাবাসী।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রকল্প বাস্তবায়ন দপ্তরের অধীনে ২০২৩-২৪ অর্থ বছরের নন ওয়েজ প্রকল্পের মাধ্যমে সেতু (ইউড্রেন) তৈরি করা হয়েছিল। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ২ লাখ টাকা এতে প্রকল্প চেয়ারম্যান ছিলেন সংরক্ষিত মহিলা সদস্য শাহানা বেগম।

স্থানীয়রা জানান, ইউড্রেনের কাজ শেষ হলেও সংযোগ সড়ক মেরামত না করায় চরের পণ্য পরিবহনে ব্যবহৃত ঘোড়া গাড়িও যাতায়াত করতে পারছেন না। সেতুর দুইপাশে মাটি সরে গিয়ে ভেঙে যেতেও দেখা যাচ্ছে। এত টাকা দিয়ে সেতু করে লাভ কি হলো, যদি মানুষের কাজে না আসে।

ভোগান্তির শিকার সাত্তার আলী জানান, এই ছোট ব্রিজটি তৈরি করার অনেক দিন হয়। কিন্তু ব্রিজের দুই পাশে মাটি না থাকায় চলাচলের খুব সমস্যা হয়েছে। আমরা মালামাল আনতে পারছি না। এই ব্রিজ দেওয়ার চেয়ে না দেওয়াই ভালো ছিলো।

এ বিষয়ে প্রকল্প চেয়ারম্যান সংরক্ষিত মহিলা সদস্য শাহানা বেগমকে প্রশ্ন করলে পরে জানাবেন বলে ফোন কেটে দেন। পরে তাকে কয়েকবার ফোন দিলে তিনি রিসিভ করেনি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন বলেন, চেয়ারম্যানকে বলে মাটি দেয়ার ব্যবস্থা করছি। দুটি ইউড্রেন মিলে দুই লাখের বেশি বরাদ্দ ছিল।

জেপি/নি-৫/প